সাধারণ পরিচিতি: জেলা পর্যায়ে মৎস্য চাষ, মৎস্য জীবি, মৎস্য ব্যবসায়ী,মৎস্য উদ্যোক্তাদের মৎস্য চাষ ও সংরক্ষণ বিষয়ক কার্যক্রমে উদ্বুদ্ধকরণ, প্রশিক্ষণ, সম্প্রসারণ এবং সংরক্ষণমূলক গুরুত্বপূর্ণ কার্যাদি উপজেলা মৎস্য অফিসের সহায়তায় ও সম্পাদন করে থাকে। অত্র অফিসটি জেলা পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ অফিস। জেলা মৎস্য অফিস শেরপুর জেলা শহরে খরমপুরে অবস্থিত।
অফিসের সংক্ষিপ্ত কার্যক্রম: জেলার বিদ্যমান জলাশয়ের সুষ্ঠ ব্যবস্থাপনার লক্ষ্যে কারিগরি পরামর্শ প্রদান, ব্যক্তি/প্রতিষ্ঠানকে বিষয় মৎস্য প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নে সহায়তা প্রদান করাহয়। এছাড়া উপজেলা মৎস্য দপ্তর কর্তৃক প্রণিত উন্নয়ন প্রকল্পের কারিগরি সম্ভাব্যতা যাচাই পূর্বক প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়। জেলা মৎস্য বিষয়ক ও প্রাতিষ্ঠানিক সমস্যা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা। উপজেলা পর্যায়ে বাস্তবায়িত মৎস্য বিষয়ক সকল কর্মকান্ড তদারকী ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS