(১) অর্থনৈতিক ভাবে পশ্চাৎপদ এলাকায় জনগনের দারিদ্র বিমোচন ও জীবিকা নির্বাহ নিশ্চিতকরণ প্রকল্পঃ এই প্রকল্পের মাধ্যমেহাজামজা ও ভরাট জলাশয় পুনঃখনন, মৎস্য অভয়াশ্রম স্থাপন, মৎস্য বান্ধব জাল বিনিময় কর্মসূচি, মাছের পোনা অবমুক্তকরণ ও মৎস্যজীবীদের প্রশিক্ষণ পূর্বক বিকল্প আয়বর্ধক মূলক উপকরণ সামগ্রী বিতরণ করা।
(২) জাতীয় কৃষি প্রযুক্তি প্রকল্পঃ অত্র প্রকল্পের মাধ্যমে মৎস্যচাষীদের প্রশিক্ষণ, প্রর্দশনী স্থাপন, অভিজ্ঞতার সফল বিনিময় ও মাঠ দিবস কার্যক্রমের মাধ্যমে উন্নত মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ করা হয়।
(৩) ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পঃএ প্রকল্পের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে ফলাফল প্রদর্শক ও বন্ধু চাষীদের প্রশিক্ষণ,প্রদর্শনী স্থাপন, মাঠ দিবস ও মত বিনিময় সভা এবং মৎস্যচাষের উপকরণ সামগ্রী সহায়তা হিসেবে বিতরণ করা হয়।
(৪) চিহ্নিত অবক্ষয়িত জলাশয় উন্নয়ন এবং দেশীয় প্রজাতির ছোট মৎস্য সংরক্ষণ প্রকল্পঃ এ প্রকল্পের মাধ্যমে জলাময় পুনঃখনন ও দেশীয় প্রজাতির ছোট মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারী/বেসরকারী খামারীদের প্রশিক্ষণ ও আর্থিক অনুদান প্রদান করা হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS